তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে – এডভোকেট পাবেল চৌধুরী
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। আমাদের নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ১০ দফা দাবী আদায়ের আন্দোলনে রয়েছি। এর মধ্যে অন্যতম হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবী। আমরা এটা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো। তিনি বলেন, আপনারা ইতোমধ্যে দেখেছেন আমাদের আন্দোলনে সরকার বাধ্য হয়ে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
রবিবার দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আয়োজনে খুন-গুম, নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবীতে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল আরও বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রমজান শুরুর পরপরই দিরাই-শাল্লার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমরা ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছি। ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচির উদ্দেশ্য ছিল আমাদের যেসব নেতাকর্মীরা দীর্ঘ ১৫/১৬ বছর যাবত এ সরকারের জুলুম অত্যাচার নির্যাতনের পরও বিএনপি’র পতাকা সমুন্নত রাখতে চেষ্টা করেছে। সেইসব নেতাকর্মীদের ঘরে ঘরে আমরা যেন যেতে পারি। তাদের খোঁজ খবর নিতে পারি। সেটুকু জানার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল পর্যায়ে এ কর্মসূচী আয়োজন করেছি। আমরা সেখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা, আমাদের নেতা তারেক রহমানের কথা, আমাদের দলের কথা বলেছি। আমরা প্রত্যেকটি ইউনিয়নে দেখেছি, সেই হ্যামিলনের বাঁশিওয়ালার মত মানুষ হাজার হাজার মানুষ আমাদের কথা শোনার জন্য ছুটে এসেছেন। বিপুল জনস্রোত প্রমাণ করে দিরাই শাল্লার মানুষ আজ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ।
বিএনপি নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবীর তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সোয়েব হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।