সারাদেশ

দিরাইয়ে ভিজিএফয়ের চাল আত্মসাতের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্রদের জন্য সরকারি ভিজিএফয়ের চাল আত্মসাৎ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে তিনজন বীরাঙ্গনা সহ এলাকার শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ রায়ের বিরুদ্ধে ভিজিএফয়ের চাল আত্মসাতের চেষ্টার অভিযোগ এনে চেয়ারম্যান ও তার সহযোগীদের বিচার দাবী করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরাঙ্গনা কুলসুম বিবি, বীরাঙ্গনা জমিলা খাতুন, বীরাঙ্গনা মুক্তাবানু, ইউপি সদস্য তরুণ কান্তি তালুকদার বকুল, সুধারঞ্জন তালুকদার সুমন, হেলাল মিয়া, প্রনতি রানী দাস, যুবলীগ নেতা শামীম আহমদসহ স্থানীয় লোকজন।
জানা যায়, গত শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩) চরনারচর ইউনিয়নের ভিজিএফয়ের ২৩.৫০ টন চাল দিরাই খাদ্য গুদাম থেকে উত্তোলন করে ট্রলারে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্টক করা হয়। এর তিনদিন পর সোমবার সকালে চাল বিতরণ কাজের শুরুতে স্থানীয় লোকজন ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে চালে গরমিল পেয়ে কয়েক ইউপি সদস্য প্রতিবাদ করেন। ঘটনা জানাজানি হলে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তোপের মুখে অবশিষ্ট চাল ট্রলারে পরিষদ কার্যালয় সংলগ্ন নৌকা ঘাটে আনা হলে জনতা চাল উত্তোলনে বাধা দিয়ে বিচার দাবীতে বিক্ষোভ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, এসিল্যান্ড জনি রায় ও আইনশৃংখলা বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইউএনওর উপস্থিতিতে নৌকা থেকে ৭০ বস্তা চাল স্টকে এনে বিকেল নাগাদ চাল বিতরণ করা হয়। ইউএনও এ ঘটনায় অস্বচ্ছতা রয়েছে উল্লেখ করে চেয়ারম্যানকে শোকজ করা হবে বলে সাংবাদিকদের জানান। চেয়ারম্যান পরিতোষ রায় শ্রমিক সংকটের কারণে কিছু বস্তা ট্রলারে রয়ে গেছে উল্লেখ করে চাল আনার দায়িত্বে পরিষদের তিন সদস্য ছিলেন বলে জানান।

নৌকা ঘাট পার্শ্ববর্তী দুজন বাসিন্দা এ প্রতিবেদককে বলেন, গত শুক্রবারে ঘাট দিয়ে ভিজিএফয়ের চাল পরিষদ কার্যালয়ে নেয়া হয়। একপর্যায়ে ট্রলারটি স্থানীয় রাইস মিলের ব্যবসায়ী ও ট্রলারের মালিক পান্ডব দাসের ঘাটে নিয়ে যাওয়া হয়। চাল উত্তোলন ও বিতরণের মধ্যবর্তী সময়টাতে ট্রলার পান্ডব দাসের ঘাটে অবস্থান করে। সোমবার চাল বিতরণের শুরুতে গরমিল পেয়ে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠলে ট্রলারটি ফের পরিষদ কার্যালয় সংলগ্ন ঘাটে নিয়ে আসা হয়।

এদিকে এ ঘটনাকে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র উল্লেখ করে বুধবার দুপুরে পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এতে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় লোকজন অংশ নেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap