সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫ জন কৃষক ও একজন শিক্ষার্থী। 

রোববার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। 

জানাযায়, রবিবার দুপুরে ছাতক উপজেলার দেবের গাও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন এলাকার কৃষক আরশ আলী ও চরমহল্লা গ্রামের কৃষক আব্দুস সামাদ সকালে ধান কাটতে গিয়ে হাওরে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে, একই কারণে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরো দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কৃষকরা হলেন দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও মিলন মিয়া এবং ওইদিন সকালে তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের আরেক কৃষকের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে আরেক কৃষক আহত হন। নিহত কৃষক রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পুকুর কান্দি গ্রামের হাছন আলীর ছেলে।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, হাওরে ধান কাটতে গিয়ে তাদের মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, বজ্রপাতে একজন কৃষক নিহত ও একজন আহত হয়েছেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap