জাতীয়

দিরাইয়ে আগুনে পুড়ল তিন গরুসহ কৃষকের গোয়ালঘর

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে রহস্যময় আগুনে দরিদ্র কৃষকের তিনটি গবাদিপশু ও খড়সহ ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ১টি গরু মরণাপন্ন ও আরও ৭টি গরু মারাত্মকভাবে আহত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের পুর্ব সুড়িয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক রিপন মিয়া দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

রিপন মিয়া বলেন, আমার বসত ঘরের পুর্ব দিকে বসত ঘর থেকে ৬/৭ হাত দুরত্বে গোয়ালঘর ও খড় রাখার ঘরটির অবস্থান ছিল। শনিবার সন্ধ্যায় আমার ১১টি গরু গোয়ালঘরে বেঁধে দরজা তালাবদ্ধ করে দেই। রাত ১১ টায় ঘুমাতে যাওয়ার আগেও দেখেছি ঘরটি ঠিকঠাক আছে৷ গভীর রাতে টাস-টুস শব্দে আমাদের ঘুম ভাঙে। বের হয়ে দেখি গোয়ালঘর ও খড় রাখার ঘরটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। জীবনের ঝুঁকি নিয়ে একপাশের বেড়া ভেঙে আহত গরুগুলোর বাঁধন ছেড়ে দেই। এরআগেই ঘটনাস্থলে তিনটি গাভী গরু আগুনে পুড়ে মারা গেছে। 

আগুনে ৭লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে রিপন মিয়া বলেন, ঘরটিতে শুধুমাত্র খড় ও গরু ছিল। ওখানে আগুন লাগার মতো কোনকিছু ছিল না। দুষ্কৃতকারীরা আমার ক্ষতিসাধনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘরটিতে আগুন দিয়েছে।

দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap