দিরাই-শাল্লার নামের আগে থেকে অবহেলিত শব্দটি ঘুচে দেয়াই আমার লক্ষ্য – তানভির তুলি

মোশাহিদ আহমদ :: সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রাক্তন ডেপুটি ডিরেক্টর তানভির তুলি বলেছেন, দীর্ঘকাল থেকে দেখে আসছি দিরাই শাল্লার নামের আগে অবহেলিত শব্দটি ব্যবহার হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ যখন বাস্তবায়নের পথে। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যখন ইউনিভার্সিটি, ফ্লাইওভার বানানোর চিন্তা করে। তখন আমাদের দিরাই শাল্লার মানুষ বর্ষা মৌসুমে কিভাবে বাড়ি ফিরবে সেটা ভেবে ব্যাকুল। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও দিরাই শাল্লার নামের আগে অবহেলিত শব্দটি রয়ে গেছে। এই অবহেলিত শব্দটি ঘুচে দেয়াই আমার লক্ষ্য।
সোমবার দুপুর আড়াইটার দিকে দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স কক্ষে দিরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তানভির তুলি বলেন, দিরাই শাল্লা আওয়ামী লীগের দুর্জয় ঘাঁটি। স্বাধীনতার ৫২ বছরে এখানে আওয়ামী লীগ তার অবস্থান পোক্ত করেছে স্থানীয় নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে। আমরা এই এলাকা থেকে রাষ্ট্রীয় লেভেলে কিংবা ইন্টারন্যাশনাল লেভেলে সেইরকম নেতা জন্ম দিতে পেরেছি। এখানে অনেক বড় বড় নেতা আছেন। কিন্তু কোন একটা অজানা কারণে এ এলাকার উন্নতি হয় নাই। দিরাই থেকে শাল্লা এখনো গাড়ি নিয়ে যাওয়া যায় না। এটা একটি অকল্পনীয় ব্যাপার। এসএসএফে কাজ করার সুবাদে এহেন এলাকা নেই যেখানে আমি যাইনি। তবে এমন অবহেলিত এলাকা আর দেখেছি বলে মনে হয় না।
তানভির তুলি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া নিয়ে এলাকায় এসেছি। আওয়ামী লীগের মনোনয়ন পাবার বিষয়ে আমি আশাবাদী।
মতবিনিয়কালে তানভির তুলি জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে ২০০১ সনে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন তিনি। বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ও স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) ডেপুটি ডিরেক্টরের চাকুরী শেষে অবসর গ্রহণ করেন তিনি। পরবর্তীতে রেডক্রসের বাংলাদেশ ডেলিগেশনের সিকিউরিটি এডভাইজার হিসেবে চার বছর কাজ করেন। এলাকার জন্য কিছু করার মানসিকতা থেকে রাজনীতিতে আসতে আগ্রহী হয়েছেন৷
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সহসভাপতি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক একে কুদরত পাশা, আবু হানিফ চৌধুরী, ইমরান হোসাইন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ, রুম্মান আহমদ, জীবন সূত্রধর, আকতার সাদিক, মুহিবুর রহমান তালুকদার, দীপু বণিক প্রমুখ।