দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে থেকে ফয়সালকে বহিষ্কার
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: যুক্তরাজ্যের সর্ববৃহৎ সামাজিক সংগঠন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সহকারী সাধারণ সম্পাদক ফয়সাল আহমদকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের আদালতে ফয়সাল আহমদ দোষী সাব্যস্ত হয়ে দন্ডপ্রাপ্ত হলে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের কার্য নির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফয়সাল আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের ছলিম উল্লা’র ছেলে।
দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মো. সেলিম সরদার, সাধারণ সম্পাদক রয়েল মিয়া ও কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া লিখিত বক্তব্যে গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।
লিখিত বক্তব্য থেকে জানা যায়,
গত ২০২০ সনের ৪ জুন সেন্ট অ্যালবানসের ৪৮-বছর-বয়সী একজন মুসুল্লিকে ফোন কল এবং সোশ্যাল মিডিয়া বার্তার মাধ্যমে টোপ দিয়ে হ্যাটফিল্ড রোডের জেমি মসজিদে এনে মারধর করে গুরুতরভাবে আহত ও লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় ফয়সাল আহমদসহ মোট ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের সেন্ট আলবানস ক্রাউন কোর্ট। দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের গঠনতন্ত্রের ধারা ডি-৫ মোতাবেক আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হওয়ায় ফয়সাল আহমদের প্রাথমিক সদস্যপদসহ কার্য নির্বাহী কমিটির সহকারী সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি। বলা হয়েছে, ফয়সাল আহমদ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের কোন পদ-পদবী ব্যবহার করতে পারবেন না। তার বহিষ্কারের বিষয়টি সংগঠনের সকল সদস্যদের অবগত করা হয়েছে।