তারেক রহমানের পক্ষে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন অ্যাড. পাবেল
দিরাই প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় সুনামগঞ্জের দিরাই উপজেলার নিহত ১০ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই আর্থিক সহয়তা প্রদানে অর্থায়ন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল। শুক্রবার দিরাই উপজেলার ভাটিপাড়া, রাজানগর ও রফিনগর ইউনিয়নের নিহত ১০ জনের পরিবারে পরিবার প্রতি ৫ হাজার টাকা করে সহায়তার অর্থ পৌঁছে দেন দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদার, দিরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান, দিরাই উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শুয়েব হাসান, বিএনপি নেতা বাবুল সর্দার, ইকবাল আহমদ, জিলাল চৌধুরী, বকুল মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদল আহবায়ক মহিউদ্দিন মিলাদ, যুগ্ম আহবায়ক জুনেদ মিয়া, রেজাউল করিম চৌধুরী, পৌর যুবদলের সদস্য আতিকুর রহমান, ইমরান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ মিয়া, উপজেলা যুবদলের সদস্য সিজিল মিয়া তালুকদার, তোফায়েল আহমেদ তালুকদার, আলী হাসান, সৈদুর রহমান তালুকদার, গোলাম কিবরিয়া, যুবদল নেতা জুনায়েদ মিয়া, মানিক মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুহাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া, ছাত্রদল নেতা মির্জা মিনহাজ, নাইম আহমেদ, আহমদ খাঁন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৭ জুন সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় মালবাহী ট্রাকের সাথে শ্রমিকবাহী পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি দিরাই উপজেলার বিভিন্ন গ্রামে। তারা সিলেট শহরে ঢালাই শ্রমিকের কাজ করতেন।