দিরাইয়ে ফিজা’য় চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই পৌর শহরের ফিজা এন্ড কোং নামের দোকানে চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া কসমেটিকসের কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ধল বাজার ও ভরারগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। চুরির ঘটনায় মাওলানা মুক্তার হোসেন চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন। গতকাল সোমবার দুপুরে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রাড়ইল গ্রামের মৃত মজর উদ্দিনের ছেলে ছমির উদ্দিন (৩৫), দিরাই পৌর সদরের ভরারগাঁও গ্রামের মৃত ওয়াকিব উল্লার পুত্র রহিবুর ওরফে রহিবুল (৪০), আসাদ মিয়ার পুত্র রাসেল (৩০) ও মৃত আব্দুল মান্নানের পুত্র একরাম (৩০)।
পুলিশ জানান, গত ১৬ জুন দিবাগত গভীর রাতে দিরাই পৌর শহরের থানা রোডের ফিজা এন্ড কোং নামের ব্যবসা প্রতিষ্ঠানে ঘরের চালের ঢেউটিন কেটে মালামাল চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। রবিবার রাত ১টার দিকে ছমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে ভোররাত ৪টার দিকে ভরারগাঁও গ্রামে অভিযান চালায় পুলিশ। গ্রামের রহিবুর ওরফে রহিবুলের বাড়িতে জুয়া খেলারত অবস্থায় রহিবুর ওরফে রহিবুল, রাসেল ও একরামকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের ঘর থেকে চুরি হওয়া কিছু কসমেটিকসের মালামাল উদ্ধার করা হয়।
দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে চুরির ও জুয়া খেলা থেকে গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে পৃথক আরেকটি জুয়ার মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।