দিরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডি এস সি আয়লাবাজ
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে নাছিরপুর ফুটবল দলকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে ডি এস সি আয়লাবাজ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটায় দিরাই মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আয়োজনে ৩২ দলের অংশগ্রহণে মাসব্যাপী চলা এ টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে কয়েক হাজার দর্শক মাঠে জড়ো হন। আক্রমণ পাল্টা আক্রমনে খেলা জমে উঠলেও নির্ধারিত সময়ে কোন দলই কাঙ্খিত গোলের দেখা পায়নি। পরে ট্রাইবেকারে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক ও দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামনাশীষ রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা সিরাজ উদ দৌলা তালুকদার, হাফিজুর রহমান তালুকদার, আসাদ উল্লা, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার প্রমুখ। বিজয়ী দলকে ১ লক্ষ টাকা মুল্যের স্বর্ণের নৌকা খচিত ট্রফি ও রানারআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিরা। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ডি এস সি আয়লাবাজ দলের গোলকিপার ওয়াহিদুর রহমান।