সারাদেশ

হারুনুর রশীদ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। তিনি বর্তমানে অফিসার ইনচার্জ হিসেবে মৌলভীবাজার সদর মডেল থানায় কর্মরত আছেন।
জানা যায়, পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে গত এপ্রিল হতে জুন ২০২৩খ্রিঃ তিন মাসের মানদন্ডে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় গত সোমবার (১০জুলাই) সিলেটের মাসিক অপরাধ সভায় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার), পিপিএম এই পুরষ্কার প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট জেলা, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা, এস এম মুরাদ আলী, পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা, মোহাম্মদ এহসান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ জেলা, নিকুলিন চাকমা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জ, মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ, মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ জেলা পুলিশ ও রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, অফিসার ইনচার্জ, মৌলভীবাজার সদর মডেল থানায় যোগদান করার পর বিগত দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী
তাহার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে এই শ্রেষ্ঠত্বের অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap