এসএসসি পরীক্ষায় তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাই উপজেলার অর্ধশতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জন করেছে।ফলাফলের দিক দিয়ে বিদ্যালয়টির অবস্থান উপজেলার মধ্যে তৃতীয়।বিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে বিভিন্ন গ্রেডে ২৯ জন পাশ করেছে।পাশের হার শতকরা ৯০ দশমিক ৬২ পার্সেন্ট।এর মধ্যে ৩ জন এ গ্রেড,৫ জন এ মাইনাস গ্রেড,১২ জন বি গ্রেড এবং ৯ জন সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইনুল হক চৌধুরী জানিয়েছেন,ফলাফলের দিক দিয়ে বিগত দিনের ধারাহিকতায় এবারও তাড়ল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা দিরাই উপজেলার মধ্যে সর্বোচ্চ স্থান বজায় রেখেছে।এবার উপজেলার মধ্যে আমাদের অবস্থান তৃতীয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী বলেন,
বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটিসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।আগামীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করবে।এজন্যে তিনি শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।বিজ্ঞপ্তি