দিরাই উপজেলা সুজনের সভাপতি বদিউজ্জামান সরদার, সম্পাদক নুরুল আজিজ
নিজস্ব প্রতিবেদক : সহকারী অধ্যাপক বদিউজ্জামান সরদারকে সভাপতি ও শিক্ষক কাজী নুরুল আজিজ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সুজন-সুশাসনের জন্য নাগরিক দিরাই উপজেলার ২৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সুজনের দিরাই উপজেলা কমিটির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট হাজী তুরণ মিয়ার সভাপতিত্বে ও কাজী নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ। প্রধান আলোচক ছিলেন, সুজন বিভাগীয় সমন্বয়কারী মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা সুজনের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া। আলোচনা শেষে দিরাই উপজেলা সুজনের ২৯ সদস্যের কমিটি অনুমোদন দেন জেলা সাধারণ সম্পাদক।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, মোস্তফা কামাল পাশা, সামছুল ইসলাম সরদার, শাহিনুর রহমান, মাহমুদুল হাসান অলেক, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাহার মিয়া মোস্তাক, সহ-সাংগঠনিক মতিউল ইসলাম, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, মহিলা বিষয়ক সম্পাদক আল্পনা বেগম, শিক্ষা সম্পাদক সুর্যসেন দান পান্না, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক মশিউর রহমান, সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, অ্যাডভোকেট হাজী তুরন মিয়া, মো. নুরুল হক, কাজী মো. ফিরোজ আলী, সামছুল ইসলাম সুভাষ, মিলাদ মহিউদ্দিন, সোহেল মিয়া, রকিবুর রহমান, আনহার মিয়া, গোপেশ পাল, মুহসিনা খাতুন রুমি, লিটন মিয়া, অর্পা রায় প্রমূখ।