জাতীয়সারাদেশ

দিরাইয়ে একই সময়ে বিদ্যুতের অর্ধশতাধিক মিটারে আগুন

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুতের অর্ধশতাধিক মিটারে একই সময়ে অগ্নিকান্ডের অস্বাভাবিক ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকা জগদল ইউনিয়নের রাজনাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আতংকে ছোটাছুটি করতে গিয়ে নারী শিশুসহ অনন্ত ৬ জন আহত হয়েছেন। আগুনে বৈদ্যুতিক মিটার পুড়ে ছাই হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধশতাধিক পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, প্রাকৃতিক কোন দুর্যোগ ছিল না। হঠাৎ করে এ অস্বাভাবিক ঘটনাটি ঘটে। একই সময়ে ৫০/৬০ পরিবারের বিদ্যুতের মিটার আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের বেশীরভাগই হতদরিদ্র। তাদের বিনামূল্যে মিটার দেয়ার ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। পল্লী বিদ্যুৎ দিরাই সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মাসুদ কবীর তালুকদার বলেন, এমনটা কেন হয়েছে, এই মুহুর্তে বলা যাচ্ছে না। কারণ উদঘাটনে আমরা কাজ করছি। এ জি এম নুরুল ইসলাম বলেন, কয়েক জায়গায় বিদ্যুতের মেইন লাইন ছিড়ে গেছে। একই সময়ে অনেকগুলো বাড়িতে মিটারে আগুন লেগে যায়। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে আমরা কাজ করছি। তিনি বলেন, ঘটনার কারণ আগে উদঘাটন করতে হবে। যদি দেখা যায় কারো অসাবধানতার কারণে এমনটি না হয়ে থাকে, তাহলে আমরা বিনামূল্যে মিটার দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap