দিরাইয়ে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবিতে জমিয়তের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাইয়ে বাসস্ট্যান্ডের অসহনীয় যানজট নিরসন ও বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ৪টায় দিরাই শহরের থানা পয়েন্ট এলাকায় দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দীন কাসেমীর সভাপতিত্বে ও পৌর জমিয়তের সদস্য সচিব মাওলানা ওবায়দুল হক চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল কাহার, সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন,
বাসস্ট্যান্ড স্থানান্তর বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব আবুল কাসেম চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল বাছির সরদার, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী, পৌর জমিয়তের আহবায়ক হাফিজ হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী, যুব নেতা সুমন মিয়া, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আইয়ুব খান প্রমুখ। উপস্থিত ছিলেন জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়ত ও বিভিন্ন রাজনেতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাসস্ট্যান্ডে সড়কের উপর এলোপাতাড়িভাবে বাস পার্কিং করে রাখা হয়। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অসহনীয় যানজটে দিরাইয়ের মানুষ হাঁপিয়ে ওঠেছে। এ অবস্থা থেকে দিরাইবাসীকে মুক্তি দিতে বাসস্ট্যান্ড স্থানান্তরের বিকল্প নেই। অনতিবিলম্বে বাসস্ট্যান্ড স্থানান্তর করে যানজট নিরসন করার দাবী জানান বক্তারা।
মানববন্ধন শেষে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র ও স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।