রাজনীতি

সুনামগঞ্জ-২ আসনে মিহির রঞ্জন দাসের মনোনয়ন ফরম সংগ্রহ

দিরাই প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-২ আসনের জন্য গণতন্ত্রী পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ও দিরাই উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাস। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ রিটার্ননিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তিনি। মনোনয়ন ফরম সংগ্রহকালে সিলেট জেলা গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দিরাই উপজেলা গণতন্ত্রী পার্টির নেতা তোফায়েল আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিহির রঞ্জন দাস বলেন, দলীয় সিদ্ধান্তে সুনামগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি দিরাই শাল্লাবাসীর সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, মিহির রঞ্জন দাস শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের নোয়াগাঁও (রহমত পুর) গ্রামের বাসিন্দা। তিনি দিরাই শাল্লার প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আস্থাভাজন। তিনি ন্যাপ ও গণতন্ত্রী পার্টির রাজনীতি দীর্ঘদিন করে আসছেন। মিহির রঞ্জন দাস দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরবর্তীতে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap