পরিবর্তনের মাধ্যমে দিরাই-শাল্লার সিন্ডিকেট ও দুষ্কৃতিকারীদের পতন ঘটেছে
নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী)।
দলীয় মনোনয়ন নিশ্চিতের পর মঙ্গলবার দুপুর দুইটার দিকে তিনি নির্বাচনী এলাকায় আসেন। দিরাই-শাল্লার আওয়ামীলীগের নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শোডাউন করে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে বরণ করেন। বিকাল তিনটায় দিরাই বাজারের লঞ্চঘাটে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আল-আমিন চৌধুরীকে স্বাগত জানিয়ে বরণ অনুষ্ঠান হয়। এতে দিরাই উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মজির উদ্দিনের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমেদ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়। এ সময় দিরাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগেসহ দলের নেতাকর্মীরা চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে ফুল দিয়ে বরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ বলেন, পরিবর্তনের মাধ্যমে দিরাই-শাল্লার সিন্ডিকেট ও দুষ্কৃতিকারীদের পতন ঘটেছে। ৭ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা’র নৌকায় ভোট দিয়ে দিরাই শাল্লার পরিবর্তনকে কার্যকর রুপ দিতে এবং ভাটি অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।