রাজনীতি

পরিবর্তনের মাধ্যমে দিরাই-শাল্লার সিন্ডিকেট ও দুষ্কৃতিকারীদের পতন ঘটেছে

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী)। 
দলীয় মনোনয়ন নিশ্চিতের পর মঙ্গলবার দুপুর দুইটার দিকে তিনি নির্বাচনী এলাকায় আসেন। দিরাই-শাল্লার আওয়ামীলীগের নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শোডাউন করে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে বরণ করেন। বিকাল তিনটায় দিরাই বাজারের লঞ্চঘাটে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আল-আমিন চৌধুরীকে স্বাগত জানিয়ে বরণ অনুষ্ঠান হয়। এতে দিরাই উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মজির উদ্দিনের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমেদ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়। এ সময় দিরাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগেসহ দলের নেতাকর্মীরা চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে ফুল দিয়ে বরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ বলেন, পরিবর্তনের মাধ্যমে দিরাই-শাল্লার সিন্ডিকেট ও দুষ্কৃতিকারীদের পতন ঘটেছে। ৭ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা’র নৌকায় ভোট দিয়ে দিরাই শাল্লার পরিবর্তনকে কার্যকর রুপ দিতে এবং ভাটি অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap