বিশেষ কলাম

রনদা প্রসাদ রায়ের মৃত্যুতে নুরুল হুদা মুকুটের শোক

নিজস্ব প্রতিবেদক :
দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, দিরাই সরমঙ্গল ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান বাবু রনদা প্রসাদ রায় চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। শোক বার্তায় মুকুট বলেন, রনদা প্রসাদ রায় চৌধুরী ছিলেন দিরাইয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ এই নেতা দলের দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। যার ফলে বিভিন্ন সময় স্বৈরশাসকের রোষানলে পড়তে হয়েছে তাকে। আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু রনদা প্রসাদ রায়ের মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। বাবু রনদা প্রসাদ রায়ের অবদানের কথা আওয়ামী লীগ স্মরণ রাখবে।
উল্লেখ্য, রণদা প্রসাদ রায় চৌধুরী ১৯৩৪ খ্রিস্টাব্দে দিরাই উপজেলার দিরাই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। দিরাইয়ে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় পর্যায়ে তার নাম ছিল সুপরিচিত। প্রতিটি মানুষ যাকে শ্রদ্ধা করতো ভালবাসতো। শিষ্ঠাচার, নিয়মানুবর্তিতা, ব্যক্তিত্ব তাকে সবার থেকে আলাদা পরিচিতি এনে দেয়। জীবদ্দশায় দিরাই সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে (1979-1988) টানা ২ বার দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া দিরাই উপজেলা আওয়ামীলীগ, দুর্নীতি দমন কমিশন,
দিরাই বাজার ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতি, দিরাই জগন্নাথ মন্দির, দিরাই কালিমন্দির, রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন রনদা প্রসাদ রায় চৌধুরী। গত ১০ জানুয়ারি কানাডার টরেন্টো শহরে স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় মৃত্যুবরণ করেন তিনি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap