সারাদেশ

ভিজিএফ’র চাল আত্মসাৎ চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের দিরাইয়ে ভিজিএফ’র চাল বস্তা পরিবর্তন করে কালোবাজারির চেষ্টাকালে প্রশাসনের হাতে জব্দের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদারকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৭এপ্রিল) বেলা ৩টায় দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহেদ মিয়া, বর্তমান সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ও রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজুয়ান খান, আওয়ামী লীগ নেতা রহমত আলী, রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাজানগর বাজারে রফিনগর ইউনিয়নের অতিদরিদ্রদের বিতরণের ৬০ বস্তা ভিজিএফ’র চাল পুলিশ জব্দ করেছেন। রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার ওই চাল কালোবাজারি বিক্রি করেছেন। হাতেনাতে প্রমাণ পেয়ে চেয়ারম্যানকে প্রধান আসামি করে প্রশাসন মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের ৩/৪ দিন গত হয়ে গেলেও এখন পর্যন্ত গরীরের চাল চোর ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়নি। সে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাটেবাজারে প্রকাশ্যে দম্ভের সাথে চলাফেরা করছে। অনতিবিলম্বে চেয়ারম্যান শৈলেন্দ্র কুমারকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap