দিরাইয়ে হামলায় যুবক আহত
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে পবিত্র ঈদুল ফিতরের দিনে সোহেল মিয়া (৩৮) নামের এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় ওই যুবক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বরইতিয়র গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায়
আহত যুবকের সমন্ধী বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আহত সোহেল মিয়া কয়েকমাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে নিজের বাড়িতে মুরগির খামার গড়ে ব্যবসা করছেন। ঘটনার আগের দিন গ্রামের প্রভাবশালী গোত্রের আজিজুর রহমান বাকিতে মুরগী নিতে গেলে সোহেল অপারগতা জানান। এ নিয়ে সোহেলের সঙ্গে খারাপ ব্যবহার ও দেখে নেয়ার হুমকি দেন আজিজুর। এরই জের ধরে ঘটনার দিন আজিজুর রহমানের নেতৃত্বে ১০/১২ জন সোহেল মিয়ার ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বাদী মো. শাহ আলম মিয়া বলেন, আমার ভগ্নিপতি নিরীহ একা মানুষ। পিতা, ভাই এমনকি গ্রামে তার কোন গোষ্ঠী নেই। বাকিতে মুরগী না দেয়ায় আজিজুর ও তার লোকজন হামলা করে রক্তাক্ত আহত করেছে। হামলাকারীরা সোহেল মিয়ার নিকট থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন মো. শাহ আলম।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।