সারাদেশ

দিরাইয়ে যুবকের ওপর হামলার ঘটনার প্রধান আসামি আটক

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের দিরাই উপজেলার বরইতিয়র গ্রামে পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে সোহেল মিয়া (৩৮) নামের এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী আজিজুরকে আটক করেছে দিরাই থানা পুলিশ। জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই পৌর শহরের বাজার এলাকা থেকে দিরাই থানা পুলিশ আজিজুরকে আটক করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার এসআই অরুপ আজিজুরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বরইতিয়র গ্রামে বাকিতে মুরগী না দেয়া সংক্রান্ত পুর্ব বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে গ্রামের আজিজুর ও তার লোকজনের পরিকল্পিত হামলার শিকার হন খামারি সোহেল মিয়া। মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমে গুরুতর আহত সোহেল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আহত যুবকের সমন্ধী বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাবার পরপরই পুলিশ আসামীদের আটক করতে তৎপরতা শুরু করেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap