সারাদেশ

রোগীর সাথে ভালো আচরণ করতে হবে

অনলাইন নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ব্যান্ডপার্টিসহ একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালের মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ডা. রূপালি রায়, সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগম ও উপসেবা তত্ত্বাবধায়ক বুরহান উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডাক্তার এবং নার্সদের প্রধান কাজ নিজের পেশাদারিত্ব বজায় রেখে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করা। রোগীর স্বজন এবং রোগীদের সাথে ভালো আচরণ করতে হবে। নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। একজন নার্স-ব্রাদার তার দায়িত্ব সঠিক ভাবে পালন করলেই সরকার যে লক্ষে কাজ করছে তা নিশ্চিত হবে।

সুত্র: সুনামগঞ্জের খবর

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap