সারাদেশ

দিরাইয়ে নিরাপত্তা চেয়ে থানায় জিডি গণমাধ্যমকর্মীর

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সাঈদ আহমদ খসরুর বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি ও দিরাই রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক আকতার সাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের হুমকিসহ নানাভাবে হয়রানি ও মারধরের হুমকি দেয়া হয়েছে। সংবাদকর্মীর মুখ বন্ধ করতে এমন ঘৃনিত কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন ওই ইউপি সদস্য। এ ঘটনায় গত শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে দিরাই থানায় জিডি করেছেন সাংবাদিক আকতার সাদিক। খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সাঈদ আহমদ খসরুর মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা-মামলা হয়েছে। এসব নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত ছিলেন খসরু। একই ওয়ার্ডের বাসিন্দা আকতার সাদিককে বিভিন্নভাবে হয়রানি করতে শুরু করেন তিনি। গত শুক্রবার জুমার নামাজ আদায় করতে মসজিদে যাবার পথে আকতার সাদিকের ওপর ওই ইউপি সদস্য লোকজন নিয়ে হামলা করে। এ সময় তিনি দৌড় দিয়ে বাড়িতে এসে আত্মরক্ষা করেন। হামলাকারীরা বাড়ির সামনে এসে প্রকাশ্যে হুমকিধামকি দেয়। এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে আকতার সাদিক একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা গুরুত্ব সহকারে বিষয়টি নিয়েছি। দ্রুত তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap