দিরাইয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ
দিরাই প্রতিনিধিঃ
চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ক্যাম্পাসকে সুরক্ষা রাখতে কেন্দ্রীয় সংসদের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে দিরাই উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ এপ্রিল) দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদ রানার নেতৃত্বে দিরাই সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জাতের ফলদ ও ছায়া বৃক্ষ রোপন করা হয়।
এ সময় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, রবিনুর মিয়া, রিফাত আহমেদ, সাঞ্জু মিয়া, রাহুল, সাকিব, নাঈম, নাবিল, মাহমুদুলসহ ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা মাহমুদ রানা বলেন, ‘এসডিজি লক্ষমাত্রা অর্জন এবং তীব্র দাবদাহ থেকে রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে ৫ লাখ বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এর নিদের্শনায় আমাদের এই বৃক্ষরোপণ।