লেখকঃ- গোপাল বিশ্বাস
কত যতন করে মা আমাদের
লালন-পালন করে,
মায়ের আদর ভালোবাসায়
মনটি যায় ভরে।
মায়ের ডাকে মধুর প্রীতি
মিষ্টি মধুর সুর,
মায়ের স্নেহের ভালোবাসায়
সকল আপদ দূর!
মায়ের স্নেহের পরশ মাখা
মধুর সুরের ধ্বনি,
মায়ের মধ্যেই খুঁজে পেতাম
ভালোবাসার খনি।
সন্ধ্যে বেলায় খেলার শেষে
একটু দেরি হলে,
খুঁজতে খুঁজতে নয়ন দু’টো
ভাসিয়ে দিতেন জলে!
আঁচল দিয়ে মুছে দিতেন
ভেজা শরীর খানা,
আদর-স্নেহে ভরিয়ে দিতেন
পূর্ণ ষোলআানা।
সবার শেষে খেতেন তিনি
থাকলে অবশেষ,
হাসি মুখেই কাটিয়ে দিতেন
দেখিনি বিদ্বেষ!
দিনে -রাতে আগলে রাখতেন
ঠিক প্রহরীর মত,
এমনি করেই মানিয়ে নিতেন
হোক না কঠিন যত!
সকল মায়ার বাঁধন কেটে
বিদায় নিলেন বুঝি,
চোখের জলে তোমার স্মৃতি
মনের মধ্যে খুঁজি।
তোমার অভাব ধরার বুকে
মিটাবো মা কিসে?
নীল নীলিমায় তারার সাথে
রয়েছো যে মিশে।