দিরাইয়ে মামার হামলায় ভাগ্নে গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও গ্রামে মামা পক্ষের হামলায় ভাগ্নে মোতাহির আলী (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছেন। গত বুধবার ( ১ মে) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মোতাহির আলীকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
জানা যায়, আহত মোতাহিরের পিতা আবু সাঈদ দীর্ঘদিন যাবত ওমান প্রবাসী। মোতাহির ও তার এক বোনকে অবুঝ রেখে তাদের মা মারা যান। এরপর মোতাহিরের আপন খালাকে দ্বিতীয় বিয়ে করেন আবু সাঈদ। সৎ মায়ের সংসারে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কয়েকবছর প্রবাসে চাকুরি করে সংসারে টাকা দেন মোতাহির। পরে দেশে ফিরে বিয়ে করলে তার ইচ্ছার বিরুদ্ধে শুন্য হাতে পৃথক করে দেয় পরিবারের লোকেরা । অসহায় হয়ে দিনমজুরের কাজ করতেন তিনি। পৈত্রিক জমিজমা থাকলেও সেগুলো মোতাহিরের মামা হারুন মিয়া ভোগদখল করেন। কিছুদিন আগে বাড়ির পাশে ডোবায় হারুন মিয়া মাছের কাটা দিতে গেলে আপত্তি করেন মোতাহির। এরই জের ধরে ঘটনার দিন হারুন মিয়া, মোতাহিরের আরেক মামা সাদ্দক আলী ও মামাতো ভাই পারভেজ নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মোতাহিরের ওপর সন্ত্রাসী হামলা করে। তারা কুপিয়ে ও পিটিয়ে মোতাহিরকে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।