দিরাইয়ে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের দিরাইয়ে চলতি মৌসুমে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার(৭ মে) দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৪ এর উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। দিরাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমানের পরিচালনায় বোরো ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সিরাজ-উদ-দৌলা তালুকদার, ইউপি সদস্য লিটন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী প্রমুখ।
জানা গেছে, এবার উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে মোট ৪৭১৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। জনপ্রতি ৩ টন করে ১৫৭৩ জন কৃষক এ সুবিধা পাবেন। এ সংগ্রহ আগামী ৩১শে আগস্ট পর্যন্ত ধান ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।