লেখক, শঙ্করী সাহা
বধূ বেশে এলাম শ্বশুর বাড়ি
আপন জনদের এলাম আমি ছাড়ি,
শাশুড়ী মা ঝগড়া যদি করে
দুচোখ বেয়ে অশ্রু শুধু ঝরে।
আপন গৃহে অশান্তি রোজ হলে
মনটা কয়রে যাইরে দূরে চলে,
কথায় কথায় মনে আঘাত দিলে
হৃদয় মাঝে শান্তি কী আর মিলে।
সইতে পাড়ি নাকো প্রবঞ্চনা
চিত্তদ্রোহের জমে বিন্দু কণা,
কথার জ্বালায় মনটা হয়রে ভারি
বিষাদ জ্বালা সইতে নাহি পারি।
কষ্ট ভুলতে কলম হাতে ধরি
কাব্য লিখতে চেষ্টা আমি করি,
কথার বাণে ভাসে জীবন ভেলা
আপন মানুষ করে শুধু হেলা।
তীরের মতো আঘাত বেঁধে বুকে
কেমন করে থাকি আমি সুখে,
আত্মদ্রোহে নেইকো মুখে হাসি
সংসারে তাই দুখ সাগরে ভাসি।