লেখক, অমিত চরণ রায়
দেশে আজ নীতি নৈতিকতা
বিবেক বোধের পড়েছে ভাটা।
তাই মানুষের মুখোশ পড়ে ক্ষমতা,
অর্থ বিত্তের কাছে পড়েছে কাটা।
সদা সততার ফুটিয়ে
থাকে বুলি মুখে।
লুটপাটের রাজত্ব কায়েম
করে আছে ভীষণ সুখে।
হালাল কাজের তুলনায়
হারাম কাজ করছে বেশি।
ন্যায় অন্যায় বিবেচনা না করে
করছে তারা রেষারেষি।
স্বচ্ছতা আর জবাবদিহিতার
অভাবে ভরে গেছে অনাচারে।
একসময় প্রজন্মের ভবিষ্যৎ
ডুবে যাবে ঘোর অন্ধকারে।