সারাদেশ

৫৭ বছরে এসএসসি পাস করলেন পুলিশ কনস্টেবল ছামাদ

নিউজ ডেস্কঃ

চাকরি মেয়াদ আছে আর মাত্র দুই মাস। এরপর যাবেন অবসরে। কিন্তু এসএসসি পাস করেছেন এ বছর। ৫৭ বছর বয়সে কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার নাম আব্দুস ছামাদ। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত।
রোববার (১২ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুলিশ সদস্য আব্দুস ছামাদের এ সাফল্যের কথা জানা যায়। জানা গেছে, দুবছর আগে নাটোরের লালপুরের মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন আব্দুস ছামাদ। এ বছর এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন তিনি। জানতে চাইলে আব্দুস ছামাদ কালবেলাকে বলেন, দুই মাস হলো বগুড়ায় এসেছি। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলাম। সেখানে থাকা অবস্থায় নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হই। সেখান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছি। তিনি বলেন, প্রায় ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পাই। ওই সময় অষ্টম শ্রেণি পাস করে চাকরি শুরু করি। চাকরির মেয়াদও শেষের দিকে, আর মাত্র দুমাস বাকি। চাকরির শেষে বসে না থেকে কিছু করতে চাই। এ জন্য পড়ালেখা শুরু করেছি। হোমিও চিকিৎসা নিয়ে পড়ার ইচ্ছা আছে। পুলিশ সদস্য আর বলেন, অবসরের জীবনটা এমনি এমনি কাটাতে চাই না। অনেক দিনের ইচ্ছা হোমিও চিকিৎসা পেশায় আসা। সেই জন্য এসএসসি দিয়েছি। বগুড়ার হোমিও কলেজে পড়ালেখা করার ইচ্ছা আছে। এসএসসি পাসের বিষয়টি ইতোমধ্যে কর্মস্থলের সবাই জেনেছেন। এ জন্য সবাই সাধুবাদও দিচ্ছেন।

বগুড়া সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুল ইসলাম খান বলেন, চাকরিজীবনের প্রায় শেষ বয়সে এসে এসএসসি পাস করা এটা খুব আনন্দের বিষয়। এতে বোঝা যায় যে শিক্ষার প্রতি তার একটা আগ্রহ এবং অনুরাগ রয়ে গেছে। বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। পুলিশ বিভাগে তিনি যখন যোগ দিয়েছিলেন তখন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস করেই যোগদান করা যেত।

সুত্রঃ কাল বেলা

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap