ঐতিহাসিক ৭ মার্চে দিরাইয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :: ‘আমার রক্তে বাঁচবে প্রাণ, চলো করি রক্তদান’ শ্লোগান নিয়ে ঐতিহাসিক ৭ মার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ- ২০০৫ এর আয়োজনে, মানবতার প্ল্যাটফর্ম খ্যাত ‘বুস্টার্স’ এর সার্বিক সহযোগিতায় ও মুজিব-জাহান রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র সিলেটের কারিগরি সহযোগিতায় আগামীকাল রোববার দিরাই সেন মার্কেট লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই কর্মসূচি পালিত হবে। এতে দিরাই উপজেলার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। ১৮ থেকে ৪৫ বছরের যে কোন সুস্থ্য ব্যাক্তি এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ গ্রহন করতে পারবেন। আয়োজকরা বলেন, প্রত্যেক রক্ত দাতার অতি প্রয়োজনীয় কিছু শারীরিক পরিক্ষা রেড ক্রিসেন্ট কর্তৃক সম্পাদান করা হবে। যে টেস্টগুলো বাইরে কোন ডায়াগনস্টিক সেন্টারে করতে গেলে কয়েক হাজার টাকা লাগবে। কিন্তু রক্ত দান করলে এই টেস্ট গুলো ফ্রি পাওয়া যাবে। অাপনার দান করা রক্তে থ্যালাসেমিয়া, ক্যান্সার, কিডনি ডায়লোসিসরত রোগীরা নতুন জীবনের স্বপ্ন দেখাবে। এছাড়াও এক ব্যাগ রক্ত দেওয়া মানে পরবর্তীকালে অাপনার প্রয়োজনে ডোনার কার্ড প্রদর্শন করলে রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র রক্ত পেতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।