দিরাইয়ে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি
দিরাই প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ের রাজানগর ইউনিয়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই ইউনিয়নের দিরাই শ্যামারচর সড়কের কালিনগর এলাকায় ইলিয়াস অটো রাইস মিলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে থাকা ওই ট্রান্সফরমারগুলো চুরির ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে বাকি অংশের কয়েকটি টুকরা ফেলে রেখে গেছে চোর চক্র। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিল মালিক মো. ইলিয়াস মিয়া বলেন, কালিনগর গ্রামে আমার মালিকানাধীন ইলিয়াস অটো রাইস মিলটি ১০ বছর ধরে চালিয়ে আসছি। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে মিল তালাবদ্ধ করে বাড়িতে চলে যাই। সোমবার সকালে স্থানীয় লোকজন মোবাইল ফোনে তিনটি ট্রান্সফরমার চুরির বিষয়টি আমাকে জানান। এ বিষয়ে থানায় সাধারণ ডাইরী করার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, গত বছরের ৬ নভেম্বর আমার মিলের এডজাস্ট ফ্যান ভেঙে মিল থেকে ১৭ টি ছোট-বড় মটরসহ সাড়ে ৪লাখ টাকার মালামাল চুরি হয়। এরপর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী মিলের অফিস রুম থেকে ফ্যান, সেচ মেশিনসহ আরও প্রায় ৩০ হাজার টাকার জিনিস চুরি হয়। এসব ঘটনায় আমি আদালতে মামলা দায়ের করি। পুলিশ তদন্ত করে কালীনগর গ্রামের সমর উদ্দিনের ছেলে জুনাইদ মিয়া, সাহিদ উল্লার ছেলে মামুন মিয়া ও রানু মিয়া এবং সিদ্দিক মিয়ার ছেলে শাহাআলমকে চুরির ঘটনায় জড়িত থাকার প্রমাণ পায়। চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধারও হয়। জুনাইদ মিয়া রাজানগর হাইস্কুলের কম্পিউটার চুরির মামলার আসামী। তার নেতৃত্বে ওই এলাকায় একটা চোর সিন্ডিকেট রয়েছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় এরাই জড়িত বলে আমি মনে করি।
দিরাই থানার (ওসি তদন্ত) রতন দেবনাথ বলেন, আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।