দিরাইয়ে প্রতিবন্ধীর দোকানের প্রথম ক্রেতা ইউএনও
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবন্ধীর দোকান থেকে প্রথম ক্রেতা হিসেবে পণ্য কিনে তা শিশুদের মধ্যে বিলিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার। মঙ্গলবার (১৪ মে) বিকাল ৪টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে সরকারি অর্থায়নে এক প্রতিবন্ধীকে দেওয়া ঘরসহ দোকান উদ্বোধন করে প্রথম ক্রেতা হিসেবে পণ্য ক্রয় করেন ইউএনও।
এ সময় দিরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিব ইশমাম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী শাহানুর মিয়া জানিয়েছেন, তিন সন্তান, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে তার সংসার। তিন বছর আগে ইট ভাটায় কাজ করতে গিয়ে দূর্ঘটনায় একটি পা হারিয়েছেন। এরপর থেকে মানুষের কাছে হাত পেতে সংসার চালাতেন। খবর পেয়ে ওই প্রতিবন্ধীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি ভূমিতে একটি টিনসেড দোকান ঘর নির্মাণ করে দেয়া হয়। পাশাপাশি দোকানের মালামাল কিনতে উপজেলা সমাজসেবা অফিস ভিক্ষুক পুনর্বাসন খাত থেকে ৪০ হাজার টাকা প্রদান করে। দোকান পেয়ে প্রতিবন্ধী শাহানুর মিয়া প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, দূর্ঘটনায় একটি পা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন শাহানুর। তার তিনটি সন্তান রয়েছে। মানুষের কাছে সাহায্য নিয়ে তার সংসার চালাতে হতো। আমাদের উপজেলা প্রশাসনেও সাহায্যের জন্য যেতেন। আমরা চিন্তা করলাম অস্থায়ী সাহায্যে তার জীবন চলবে না। তাকে একটি দোকান করে দেওয়া হয়েছে। যাতে তিনি নিজে আয় করে চলতে পারেন। বাচ্চাদের পড়াশোনা করাতে পারেন। এই দোকানের আয় দিয়ে সে স্বাবলম্বী হয়ে উঠবে, সেটাই আমাদের প্রত্যাশা।