সারাদেশ

ক্যান্সার আক্রান্ত দীপ্ত বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জ পৌর শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী দীপ্ত সরকার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের ব্যাঙ্গালুরে চিকিৎসাধীন রয়েছে। সে সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকার বাসিন্দা ক্ষৌরকার পবন সরকারের ছেলে।

দীপ্ত সরকার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় চার বছর ধরে দেশে চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে ভারতের ব্যাঙ্গালোর শহরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। দীপ্তর পরিবার জানায়, ২০২০ সালে ক্রিকেট বল কুড়িয়ে আনতে গিয়ে পাথর কাটার মেশিনে দূর্ঘটনায় তার বাম হাতের তিনটি আঙুল কাটা পরে। করোনাকালীন সময়ে তাকে যথাযথ চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। একপর্যায়ে তার ক্ষতস্থানে ক্যান্সার শনাক্ত হয়। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয় দীপ্তকে।
প্রায় ৪বছর দীপ্ত সরকারের চিকিৎসা চালিয়ে যেতে সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় তার পরিবার। কিন্তু এখনও সুস্থ হয়ে উঠতে পারেনি। ডাক্তার জানিয়েছেন দীপ্ত সরকারের সুস্থ হতে আরও কয়েক লক্ষ টাকার প্রয়োজন। মঙ্গলবার দুপুরে দীপ্ত সরকারের চিকিৎসার জন্য সুনামগঞ্জ পৌর মেয়রের কাছে আর্থিক সহায়তা চান তার মা পঞ্চমী দাস। পৌর মেয়র ১৫ হাজার টাকার একটি চেক তোলে দেন পঞ্চমী দাসের হাতে। এ সময় মেয়র বলেন, একজন মেধাবী স্কুল শিক্ষার্থীর চিকিৎসায় সকল বিত্তশালীদের এগিয়ে আসা উচিৎ। আমরা একে অপরের প্রতি সদয় না হলে বিপদ কাটিয়ে ওঠা অসম্ভব। তিনি সবাইকে দীপ্ত সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

দীপ্ত সরকারের মা পঞ্চমী দাস সন্তানের চিকিৎসার জন্য সমাজের দানশীল বিত্তশালীদের সহায়তা কামনা করেছেন। দীপ্তর মা পঞ্চমী দাসের ব্যক্তিগত বিকাশ নম্বর -০১৭২৪৯৩৩৪৬৫ ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap