বিশেষ কলাম

গোলাপফুল প্রতীকে ভোট প্রদানের আহবান

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে বসবাসরত দিরাই ও শাল্লা উপজেলাবাসীর সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। এ সংগঠনের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন আসছে ১৯ মে। নির্বাচনে গোলাপফুল প্রতীক নিয়ে জগনু-লিটন-পাশা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। নবীন প্রবীণদের সমন্বয়ে গঠিত এই প্যানেলকে সময়োপযোগী, দক্ষ ও প্রবাসীদের কল্যাণে নিবেদিত উল্লেখ করে আগামী ১৯ মে গোলাপফুল প্রতীকে ভোট দিয়ে তাদের বিজয়ী করার আহবান জানিয়েছেন প্রার্থী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্যানেল পরিচিতি – সভাপতি পদে মহিউদ্দিন জগনু, সিনিয়র সহসভাপতি শামসুল আবেদিন জগলু, সহসভাপতি আবুল কালাম চৌধুরী, সহসভাপতি মো. শাহারিয়া খোকন, হিরা মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন, কোষাধ্যক্ষ মো. পাশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল-আমিন,
সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, তহবিল সংগ্রহ সম্পাদক মো. রায়হান, যুব ও খেলাধুলা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ড. সৈয়দ মাসুক আহমদ, ফয়সল আহমদ চৌধুরী, আসাদুজ্জামান আক্তার, ড. শিহান মিয়া, আলী আহমেদ, সোলেমান কবীর ফুলু, গোলাম আহমদ চৌধুরী শিউল, মো. জাভেদ সরদার, শেখ শাহান তালুকদার, মো. টিপু মিয়া।

সহসভাপতি প্রার্থী মো. শাহারিয়া খোকন ও কার্যনির্বাহী সদস্য মো. জাভেদ সরদার বলেন, গোলাপফুল প্রতীকে আমাদের প্যানেল নির্বাচিত হলে সংগঠনের বর্তমান সংবিধানের কিছু অংশ পরিবর্তন করে একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন, যুক্তরাজ্যে বসবাসরত দিরাই শাল্লাবাসীর মধ্যে পারস্পরিক সেতুবন্ধন তৈরিসহ দিরাই শাল্লা উপজেলায় আর্থসামাজিক উন্নয়নে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আমরা ভোটারদের সামনে তুলে ধরেছি। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনকে একটি জনকল্যাণমুখি সংগঠন হিসেবে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে আমাদের প্যানেলের প্রত্যেক সদস্য নিজেদের শ্রম মেধা দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

যুক্তরাজ্যে দিরাই শাল্লাবাসীর বৃহৎ সংগঠন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি সেলিম সরদার, সহসভাপতি মো. টিপু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. রয়েল মিয়া, কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া বলেন, গোলাপফুল প্রতীকের প্রার্থীরা প্যানেল সাজাতে বেশ চমক দেখিয়েছেন। কোন বিশেষ গ্রামকে প্রাধান্য না দিয়ে দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে একঝাঁক নবীন-প্রবীণের সমন্বয়ে প্যানেল ঘোষণা করেছেন। বিষয়টি ভালো লেগেছে। এছাড়া আমাদের জানামতে গোলাপফুল প্যানেলের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে সমাজসেবামূলক কাজে জড়িত। বিশেষ করে সভাপতি প্রার্থী মহিউদ্দিন জগনু দিরাই পৌর সদরে অবস্থিত প্রবাসী উচ্চ বিদ্যালয়ের ভূমি দাতা। এই প্যানেলে নবীন ও অভিজ্ঞতার মিশেল ঘটেছে। গোলাপফুল প্রতীক বিজয়ী হলে ভালো কিছু হবে বলে আশা করি।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অন্যতম প্রতিষ্ঠাতা মাসুক আহমদ সরদার বলেন, দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠালগ্নে কাছে ছিলাম। এ পর্যন্ত সংগঠনের দায়িত্বশীলরা কিছু ভালো কাজ করেছেন। তবে তা আশানুরূপ নয়। আরও অনেক প্রত্যাশা ছিল আমাদের। দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সদস্য ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে গোলাপফুল প্রতীকে একটি ভোট দিয়ে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap