সভাপতি জগনু, সম্পাদক লিটন
নিজস্ব প্রতিবেদক : ২০১১ সালে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠার পর এই প্রথমবার প্রত্যক্ষ ভোটে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ মে লন্ডনের একটি কমিউনিটি হলে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে, উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোলাপ ফুল ও ছাতা প্যানেলে ৪৮ জন প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১৩১৩ জন ভোটারের মধ্যে ১০১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফল সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটির সর্বাধিক গুরুত্বপূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪ জন গোলাপফুল প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। পাশাপাশি ট্রেজারার পদসহ মোট ১০টি পদে বিজয়ী হয়েছেন ছাতা প্যানেলের প্রতিদ্বন্দ্বিতাকারীরা। ১৯ মে লন্ডন সময় সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ৬টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ওমর ফারুক। এ সময় সহকারী নির্বাচন কমিশনার আব্দুল লতিফ জেপি, ড. সামছুল হক চৌধুরী, সিরাজুল বাছিদ চৌধুরী, সংগঠনের সভাপতি খালেদ রেজা খান, সাধারণ সম্পাদক শাহিন মিয়া উপস্থিত ছিলেন।
বিজয়ীরা হলেন, সভাপতি মহিউদ্দিন জগনু, সহসভাপতি শামসুল আবেদিন জগলু, সহসভাপতি মো. শাহারিয়া খোকন, সহসভাপতি মো. হুমায়ুন খান, সহসভাপতি হীরা মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলআমিন, ট্রেজারার মো. মিজানুর রহমান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এফ রশীদ চৌধুরী রবিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিজিল মিয়া, তহবিল সংগ্রহ সম্পাদক ফয়সল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক শাহরিয়ার সরদার শাহিয়ান। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, ফয়সল আহমদ চৌধুরী, মো. জাভেদ সরদার, মো. টিপু মিয়া, এডভোকেট আবুল হাসনাত, ড. সৈয়দ মাসুক আহমদ, শেখ শাহান তালুকদার, শাহীন মিয়া, সোলেমান কবীর ফুলু, আসাদুজ্জামান আক্তার, মো. লেচু মিয়া।