সারাদেশ
দিরাইয়ে হিলফুল ফুজুল যুব সংঘের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটিধল গ্রামের যুব সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। গ্রামের একঝাঁক উদ্যমী তরুণদের নিয়ে গত ২৯ই আগস্ট ২০২০ ইং প্রতিষ্ঠিত হয় হিলফুল ফুজুল যুব সংঘ। বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) সকাল ১০টায় ভাটিধল গ্রামে বৃক্ষরোপন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গ্রাম উন্নয়নে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। এসময় গ্রামের মুরুব্বিগণসহ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আশরাফ সিদ্দিক সৈকত, সহসভাপতি মারজান মিয়া, সাধারণ সম্পাদক মামুন মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শচীন মিয়া, প্রচার সম্পাদক রাতুল, কোষাধ্যক্ষ রাহিম মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন গ্রামের মোঃ সুনু মিয়া, মোঃ লেচু মিয়া, মোঃ জগলু মিয়া প্রমুখ।