সারাদেশ

বঙ্গোপসাগরের নিম্নচাপে কমেছে গ্যাস সরবরাহ

নিউজ ডেস্কঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এলএনজি সরবরাহ কমেছে। এতে তিতাস গ‍্যাসের আওতাধীন এলাকাগুলোতে গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও শক্তিশালী হয়ে শুক্রবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার রাত ১টার পর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং রোববার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

সুত্র:- আরটিভি

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap