সারাদেশ

জগন্নাথপুরে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

সুনামগঞ্জ সংবাদদাতা : : প্রায় বছর খানেক ধরে স্বামী স্ত্রী সহ একটি চক্র বিভিন্ন মানুষের সিম কার্ড ব্যবহার করে কৌশলে বিকাশের মাধ্যমে প্রতারনা করে আসছিলো। ইতিমধ্যেই আনুমানিক ৮/১০ লক্ষ টাকা প্রতারক চক্র হাতিয়েও নিয়েছে। এ জাতীয় সংবাদ প্রায়ই র‌্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। তারই সূত্র ধরে র‌্যাব ৯ সিপিসি ৩ কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ এর দিক নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে র‌্যাব সদস্য গণ অনুসন্ধান চালাতে শুরু করেন। গত ২৬ মে গভীর রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের মৃত তহিরুললাহর পুত্র হানিফ আহমেদ (৩৮) তার স্ত্রী পারভীন বেগম( ৩৭) ও আব্দুল সামাদের পুত্র ময়নুল হককে একই গ্রামের সাহাদুলের বাড়ি থেকে আটক করে। তাদের কাছ থেকে নগদ প্রতারণার ১ লক্ষ ৩৫ হাজার ৬০০টাকা উদ্ধার করেন। এছাড়াও একটি টেলিফোন, ১২টি মোবাইল, বিভিন্ন ধরনের ক্যাবল, চার্জার বিভিন্ন ব্যাংকের চেক বই ও এটিএম কার্ড উদ্ধার করেন। আটককৃত দের জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন মানুষের সাথে প্রতারণার কথা স্বীকার করে। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ র‌্যাব ৯ এর অধীন সিপিসি ৩ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং কালে সিনিয়র এ এসপি মোহাম্মদ আব্দুল্লাহ এসব জানান।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap