সারাদেশ

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ইন্টারনেট সুবিধা পাচ্ছে নেটওয়ার্কবিহীন ৩১ দ্বীপ

নিউজ ডেস্কঃ

দেশের প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে কিছু এলাকা দুর্গম ও দ্বীপ। এসব এলাকায় কেবল সংযোগ সম্ভব নয় বিধায় দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থা ছিল এতদিন। তবে সম্প্রতি এমন দুর্গম ও প্রত্যন্ত ৩১ দ্বীপ এলাকাকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগের আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এ সংযোগের মাধ্যমে ডিজিটাল কানেক্টিভিটি, ই-সেবা ও ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। আগের মতোই বহাল থাকবে। আমরা স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে টেলিমেডিসিন ও ই-এডুকেশন সেবা প্রদানের বিষয়ে আলোচনা করছি। শিগগিরই এ সেবাও আমরা প্রদান করব।’

প্রকল্প সম্পর্কে চরফ্যাশন উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার এস এম আল মাহমুদ বলেন, ‘এসব চর দুর্গম হওয়ায় ব্রডব্যান্ড কানেকশন দেয়া সম্ভব হয়নি। যার কারণে দূরবর্তী টাওয়ার থেকে সংযোগ প্রদান করা হয়। চর কুকরি-মুকরি, ঢালচর, চর লিউলিন, চর পাতিলাসহ দুর্গম চরগুলোয় একই পরিস্থিতি। এখানকার সাধারণ মানুষকে দূরবর্তী টাওয়ার থেকে সংযোগ নিয়ে মোবাইল ফোন ব্যবহার করতে হয়। যা খুবই দুর্বল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। মনপুরায় মাইক্রোওয়েভ (এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে তারবিহীন সংযোগ) সংযোগের মাধ্যমে টাওয়ার পরিচালিত হয়। কিন্তু বিদ্যুৎ চলে গেলে এসব জায়গায় আর সংযোগ কাজ করে না।৷ পুরো জনগোষ্ঠী নেটওয়ার্ক সংযোগের বাইরে চলে যায়।’

সুত্র:- বনিকবার্তা

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap