সারাদেশ

আ.লীগকে টিকিয়ে রাখতে অস্ত্র হাতে নিয়েছিলাম, যুবলীগ নেতার স্ট্যাটাস

নিউজ ডেস্ক

ট্টগ্রামের পটিয়ায় নিজ ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়েছেন সাবেক যুবলীগ নেতা ডিএম জমির উদ্দিন। মঙ্গলবার দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন- পটিয়ায় আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে অস্ত্র হাতে নিয়েছিলাম, প্রয়োজনে আবার অতীতে ফিরে যাব। 

তার ফেসবুক পেজ থেকে লেখা হয়- এই পটিয়ার আওয়ামী লীগের জন্য আমি কী করেছি সেটা সবাই জানে, এক সময় এই আওয়ামী লীগকে পটিয়াতে টিকিয়ে রাখার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম। বর্তমান সেই আওয়ামী লীগের সম্মান রক্ষা করতে অস্ত্র জমা দিয়ে দিয়েছি বলে মনে করিস না; আমরা অতীত ভুলে গেছি। এই পটিয়ার আওয়ামী লীগকে হাইব্রিড মুক্ত করতে প্রয়োজনে আবার অতীতে ফিরে যাব। আর তোমরা যারা আমাদের সন্ত্রাস বলে গালি দিচ্ছ একটু চিন্তা করে দেখ, আমরা রাজপথে না থাকলে তোমাদের মতো হাইব্রিডরা রাজপথে থাকা দূরের কথা, ঘরে বসেও থাকতে পারতা না। কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলিও।

তার এ স্ট্যাটাসের পর পটিয়াজুড়ে ভাইরাল হয় এবং বিভিন্ন ব্যক্তি ও রাজনীতিবিদ তাতে নানা মন্তব্য করেন।

এর একদিন আগে গত সোমবার দুপুরে পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খালেদকে ভাতের টেবিল থেকে তুলে নিয়ে পেটানোর ঘটনায় ডিএম জমির উদ্দিনকে প্রধান আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ডিএম জমির উদ্দিন দোয়াত কলমের পক্ষে আর আহত আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ আনারসের পক্ষে কাজ করছেন। আওয়ামী লীগ নেতাকে পেটানোর ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরী নিন্দা জানিয়েছেন।

ভোটের আগে ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করার অভিযোগ করে তিনি বলেন, তারা আনারস প্রতীকের কর্মী সমর্থকদের মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দিতে চায়।

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানান, ওই ঘটনায় লিখিত একটি অভিযোগ পাওয়া গেলেও এখনো মামলা হয়নি। আমরা ব্যস্ত আছি। তাই আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

সুত্রঃ যুগান্তর

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap