সারাদেশ

দ্বিতীয়বারের মত বিজয়ী হলেন চপল

নিউজ ডেস্কঃ

সব ষড়যন্ত্রের জাল চিহ্ন করে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মত বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন খায়রুল হুদা চপল। বুধবার সদর উপজেলার ৭৮ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এডভোকেট মনিষ কান্তি দে মিন্টু, ফজলে রাব্বি স্মরণ। তিন প্রার্থী ভোটের মাঠে দীর্ঘদিন স্বপ্ন জয়ের আশা নিয়ে চষে বেড়িয়েছিলেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোটর সাইকেল প্রতিকে ৩৬ হাজার ১ ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খায়রুল হুদা চপল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলে রাব্বি স্মরন আনারস প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট। ভোটের আগে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন সরেজমিন পর্যবেক্ষণ করে দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকায় সদরে চপলেই ভরসা ভোটারদের ও বিজয়ের পথে চপল শিরোনামে পৃথক দুটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের পরই চপলের বিজয় ঠেকাতে বড় একটি পক্ষ মাঠে নামেন। এমনকি নির্বাচনের দিনও নানা ষড়যন্ত্রের জাল বোনা হয়। কিন্ত সচেতন ভোটাররা তাদের ভরসার জায়গা চপলকে ছেড়ে না গিয়ে বিপুল ভোটে বিজয়ী করেন। অনেক ভোটাররা জানিয়েছেন, তিন প্রার্থীর মধ্যে চপলই ছিলেন সেরা, তাই আমরা সেরা প্রার্থীকেই বেঁছে নিয়েছি। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কন্ট্রলরুমে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার মৌসমী মান্নান। ফলাফল ঘোষণার পরই আনন্দ উল্লাসে মেতে উঠেন তার কর্মী সমর্থকরা। অনেকেই হাজীপাড়াস্থ বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নির্বাচনে বিজয়ী প্রার্থী খায়রুল হুদা চপল বলেন, জনগনই আমার শক্তি ও আশা ভরসার জায়গা। এ বিজয় আমার নয়, এটা সদর উপজেলাবাসীর বিজয়। তিনি আরো বলেন, গত ৫ বছরে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদর উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করবো।

সুত্রঃ সুনামগঞ্জের সময়

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap