সারাদেশসাহিত্য

তুমি এলে তাই

লেখক:-সুবর্ণা দাস

তুমি এলে তাই, মন মোহনায়
জোয়ার এসেছে।
তোমাকে পেয়ে এ নিরাশ হৃদয়
খুশিতে হেসেছে!
সুখ আর দুখে, হাতে হাত রেখে,
সাথেই চলবো।
জীবন খেলায়, যত বাধাটাই
দুজনে দলবো।
প্রতি নিঃশ্বাস, চির বিশ্বাস,
থাকুক তোমাতে!
প্রেম-ভালোবাসা, সুখেরই আশা
বাঁধুক আমাকে!
চৈত্র মাসের প্রচণ্ড তাপে
ভূমি চৌচির!
বোশেখে বৃষ্টি আসে সুমিষ্টি,
ফসলের ভিড়!
তুমিও তেমনি ওগো মোর প্রেমী
জীবন চৈত্রে!
দিলে নব প্রাণ, ওগো মোর জান
ভরা বৈশাখে!
এ জীবন ছিল, বড় অগোছালো
ঘন কুয়াশায়!
সে ক্ষণেই এসে , নিলে ভালোবেসে
বাঁধলে আশায়!
প্রিয় প্রজাপতি, ওগো মোর সাথী,
জীবন ভরসা!
তোমার ছোঁয়ায় ফুলে ছেয়ে যায়
আঁধার তমসা!
শীতে ঝরে যায়, সব পাতা হায়!
বিরস বিষাদ!
ফাগুন পবনে, বৃক্ষ কাননে,
প্রেমেরই স্বাদ!
তুমিও তেমনি শক্তি জীবনী
জীবন কাননে!
মালা গেঁথে তাই, পরেছি গলায়
ফুল চন্দনে!
কানাই আমার, আমি যে তোমার
অমর সঙ্গী
পুণ্য প্রমায়, চাঁদ হেসে যায়
মুগ্ধ ভঙ্গি!
এই মনো চোর, তুমি আলো ভোর
ঘন যামিনীর!
তোমারই হয়ে , নিঃস্ব এ আমি
হয়েছি আমির।
একার সে বেলা, বেদনার ভেলা
বয়েছি কত যে!
আজ তুমি এলে, রঙে তে রাঙালে
জ্বেলেছো দীপ যে।
যদি ভুলে যাই, কখনো তোমায়
করিও শাসন।
হৃদয় দেওলে, দেবতা পূজায়
তোমার আসন!

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap