লেখক:-সঞ্জয় কুমার পাল
যতোই থাকুক দুঃখ হতাশা
প্রাণ খুলে হাসো,
দুদিনের জীবনকে সবাই
আগে ভালোবাসো।
ব্যথায় বুক পুড়ে গেলেও
মনের ঘরে দাও খিল,
হাসবে সবাই উচ্চস্বরে
করে খিল খিল।
দুঃখরা সব ছুটে পালাবে
দূর অজানা দেশে,
তখন তুমি সুখের হিসাব
কষবে বসে বসে।
হাসলে জানি মস্তিষ্ক থেকে
"ডিপোমিন" হরমোন নিঃসৃত হয়,
এতে মানসিক চাপ কমে গিয়ে
মন উৎফুল্ল রয়।
গোমড়া মুখে থাকলে কখনো
আসে দৈহিক বিপর্যয়,
তাই জ্ঞানীগুণীরা কষ্ট চেপে
সদা হাসিখুশি রয়।
সমস্যা আসবে সমাধান হবে
ভেঙে পড়ার কিছু নেই,
যতো হাসবে ততো চাপ কমবে
ভুলো না তোমরা কিছুতেই।
যতোই সঙ্কটে পড়বে তুমি
তার চেয়েও বেশি হাসবে,
প্রাণ খুলে হাসলেই তুমি
আনন্দের সাগরে ভাসবে।