লেখক:-লিয়াকত সেখ
কাঁদছে চাষি কাঁদছে শ্রমিক
কাঁদছে বেকার ভাই,
কাজের অভাব ভাতের অভাব
মরছে মানুষ তাই !
ইটের ভাঁটায় নিত্য যাদের
অঙ্গে ঝরে ঘাম,
দিনের শেষে কেনো তারা
পায় না কাজের দাম ?
রাজা উজির মন্ত্রী নেতা
সুখে আছে বেশ,
এদের হাতে বন্দী আছে
মোদের সোনার দেশ ।
রাজা খাবে কোরমা পোলাও
হরেক পদের ভোজ,
ক্ষুধায় মরে আমজনতা
কেউ রাখে না খোঁজ !
কুলি মজুর চাষি শ্রমিক
ধরো এবার হাত,
লড়াই করে দাও মুছে দাও
আঁধার কালো রাত ।