দিরাইয়ে ৫ লাখ টাকা মূল্যের কারেন্টের জাল ও চায়না দুয়ারী জাল ধ্বংস
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে ৫ লাখ টাকা মূল্যের ১২৬কেজি কারেন্টের জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (১২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই মধ্যবাজারে দেবেস চন্দ্র রায়ের দোকান থেকে এসব জব্দ করা হয়। এ সময় মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ ভঙ্গ করার অপরাধে দিরাই বাজারের ব্যবসায়ী দেবেস চন্দ্র রায়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত জাল বিএডিসি মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা অভিজিৎ সূত্রধর। এ সময় দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই থানার এস আই মোঃ আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম জানান, গেল বছর কয়েক ধাপে দিরাই বাজারের কয়েকজন ব্যবসায়ীর কাজ থেকে ৩ কোটি টাকা মূল্যের কারেন্টের জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছিল ভ্রাম্যমাণ আদালত।
দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা অভিজিৎ সূত্রধর জানান, মাছের পোনা দেশের সম্পদ, তা রক্ষণাবেক্ষণ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।