লেখকঃ- শঙ্করী সাহা
ও পাখি তুই বাসা ছেড়ে
যাসনে অনেক দূরে,
তোর ছানারা কান্না করে
বড্ড করুন সুরে।
পাখিরে তুই উড়ে গেলে
অনাথ হবে ছানা,
এই দুনিয়ায় মা বিনে যে
জীবন হবে কানা।
বিপদ আপদ হলে পরে
আগলে রাখে মাতা,
নিজের জীবন তুচ্ছ করে
ধরবে না কেউ ছাতা।
তোর ছানারা চায় যে খানা
মেলে দিয়ে আঁখি,
ঝড়ের দিনে ওদের ছেড়ে
কোথায় গেলি পাখি।
জ্বলদি করে পাখিরে তুই
আয় না ঘরে ফিরে,
ছানা দুটো তোর আশাতে
কাঁদছে বসে নীড়ে।
মায়ের আদর পেলে ছানা
ভীষণ খুশি হবে,
মায়ের মতো এমন আপন
কে আছে রে ভবে।