সারাদেশ

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু: এ দায় কার

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু তাহের (১৫) নামের এক কিশোর মৃত্যু হয়েছে। সে উপজেলার
চরনারচর ইউনিয়নের মাইতি গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে নিহত আবু তাহের বড় ভাইয়ের সঙ্গে ঢেউয়ে বসত বাড়ি ভাঙনের হাত থেকে রক্ষার জন্য পাশ্ববর্তী আলীপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর পাশে জোড়া কাঠার হাওরে কচুরিপানা আনতে যায়। এ সময় ঝোড়ো বাতাসে নৌকাটিকে পাশে অবস্থিত পল্লী বিদ্যুতের হেলে থাকা ঝুলন্ত বৈদ্যুতিক তারের কাছে নিয়ে যায়। বৈদ্যুতিক তারটি পানি ছুঁই ছুঁই
অবস্থায় থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যান আবু তাহের। পরে ভাইয়ের আত্মচিৎকারে গ্রামের লোকজন গিয়ে প্রায় আধাঘন্টা খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেন।গ্রামবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, প্রায় ১৫ দিন আগে বন্যার পানি বৃদ্ধির সময়ে পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ে। গ্রামের একাধিক লোক পল্লী বিদ্যুতের দিরাই অফিসে এ বিষয়ে অভিযোগ করলেও সুরাহা পাননি।

দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ এবং চরনারচর ইউনিয়নের সদস্য শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পল্লী বিদ্যুৎ দিরাই জোনের এ জি এম নুরুল ইসলাম বলেন, দূর্ঘটনাস্থলটি আমাদের শ্যামারচর অফিসের আওতাধীন। খবরটি জানতে পেরে আমি শ্যামারচর অফিসের ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এ বিষয়ে কোন অভিযোগ তারা পাননি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap