সারাদেশ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত ৩০ জন

নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়া সদরে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার পর ১০০ গজ দূরে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের মৃত সুদেবের মেয়ে শ্রীমতি রঞ্জিতা (৬০), আদমদিঘী উপজেলার কুন্ডু গ্রামের মৃত ভবানী মহন্তের ছেলে নরেশ মহন্ত (৬০), সদর উপজেলার তিনমাথা রেলগেটের লঙ্কেশ্বরের স্ত্রী আতসী রানী (৪০) ও শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নরেন্দ্র কুমারের ছেলে অলক কুমার (৪২)। আরেক নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, বিকেলে সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। পরে ১০০ গজ আসতেই রাস্তার পাশে ৩৩ হাজার ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৩০ জন। স্থানীয়রা তাদের হাসপাতালে নেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারে সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap