সারাদেশ
দিরাইয়ে আইএফআইসি ব্যাংকের মধুমাস উৎসব

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে আইএফআইসি ব্যাংকের আয়োজনে মধুমাস উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার জালাল সিটি সেন্টারে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এ উৎসবে গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফিমেল একাডেমি প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী, আইএফআইসি ব্যাংক সুনামগঞ্জ শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার সৈয়দ এমদাদ আলী, দিরাই উপশাখার অফিসার ইনচার্জ মো. তুষার খান, অফিসার মার্কেটিং এন্ড সেলস পাপ্পু বড়ুয়া, সুনামগঞ্জ শাখার ক্যাশ ইনচার্জ অভিষেক রায়, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক অনিন্দিতা রায়, ব্যবসায়ী নুর মোহাম্মদ প্রমুখ। উৎসবে অংশগ্রহণকারীদের মৌসুমি বিভিন্ন ফল দিয়ে আপ্যায়ন করা হয়।