সারাদেশ
দিরাইয়ে উপজেলা প্রশাসনের মাসিক সভা
মোশাহিদ আহমদ, দিরাই প্রতিনিধি :-
সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ ১৩টি বিষয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।